ইমরান আল মাহমুদ,উখিয়া •
উখিয়ার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া খালের ভাঙ্গন পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
মঙ্গলবার(৩আগস্ট) সকালে হিজলিয়া খালের ভাঙ্গনে তলিয়ে যাওয়া বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,টানা দুইবার আমার ওয়ার্ডের অসংখ্য গ্রাম প্লাবিত হয়ে যায় এবং হিজলিয়া খালের কয়েকটি পয়েন্টে তীব্র ভাঙ্গনে বসতবাড়ির খালের মধ্যে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরর আবেদন করলে আজ পরিদর্শন করতে আসেন।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, রাজাপালং ২নং ওয়ার্ডের খালের ভাঙ্গন পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে ভাঙ্গনরোধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে। এবং ভাঙ্গনরোধে জিও ব্যাগ সহ বৃক্ষরোপণেরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন,রেড ক্রিসেন্ট,স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-