গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেজে টেকনাফে ত্রাণের নামে জনপ্রতিনিসহ রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অপ-চেষ্টা চালিয়েছে একটি প্রতারক চক্র।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী টেকনাফ থানায় একটি সাধারন ডায়রি করেছেন।
এর আগের দিন সোমবার রাতে টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল আমিন ভুলুসহ বেশ কয়েকজনকে জেলা প্রশাসক ডিসি এবং ইউএনও পরিচয়ে ভারী বৃষ্টিতে ক্ষতিক্ষস্তদের ত্রাণ সহতায় দেওয়ার কথা বলে টাকা দাবি করেন একটি প্রতারক চক্র।
সূত্রে জানায়, গতকাল ২ জুলাই (সোমবার) রাত ৯টার সময় ০১৮৮৩৪০৫৫৮৯ এই নাম্বার থেকে প্রতারক চক্রের এক সদস্য টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার মোহাম্মদ আমিন ওরফে ভুলু’র কাছে ফোন আসে। অপর প্রান্তে থেকে টেকনাফের ইউএনও পরিচয় দিয়ে ত্রাণ সহতায় জন্য তার কাছ থেকে অর্থ দাবি করেন। এসময় তার কাছ থেকে অর্থ আদায়ের জন্য সদর ইউপি চেয়ারম্যান শাহাজান মিয়া ও ব্যবসায়ী আবদুর শুক্কুরের ফোন নাম্বার চান।
একই নাম্বার থেকে এ্যাডভোকেট আমিন উদ্দিনের কাছে ফোন করে জেলা প্রশাসক পরিচয় দিয়ে ত্রাণের সহতার জন্য টাকা দাবি করে এবং তার কাছ থেকে জেলা বিএনপির অর্থ-সম্পাদক টেকনাফের বাসিন্দা মো. আব্দুল্লাহ নাম্বার দিতে বলেন। বিষয়টি তাদের সন্দেহ হলে স্থানীয় সংবাদ কর্মীদের মাধ্যমে জেলা প্রশাসক মামুনুর রশিদ এবং টেকনাফের ইউএনও মোহাম্মদ পারভেজ চৌধুরীকে অবহিত করেন।
এ ব্যাপারে টেকনাফের ইউএনও মো. পারভেজ চৌধুরী জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জেলা প্রশাসক, ইউএনও সেজে ফোন করে মানুষের কাছ থেকে টাকা দাবি করছে। তাদের প্রতারণার ফাঁদে না পড়ে সবাইকে সজাগ ও সচেতন থাকার জন্য বলা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারন ডায়রি করেছি,বিষয়টি পুলিশ তদন্ত করবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-