নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় ১ হাজার ২শ পিস ইয়াবাসহ সৈয়দুল আমিন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১১ টার দিকে এসআই আল-আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, রাজাপালং ইউনিয়নের সিককদার বিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রধান গেইটের সামনে ১ হাজার ২ শত পিস ইয়াবাসহ সিকদার বিল এলাকার মৃত জমির হোসেনের ছেলে সৈয়দুল আমিন কে আটক করা হয়।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-