লকডাউনে ফুটবল খেলা, খেলোয়াড়সহ আটক ৪৪

চাঁদপুর প্রতিনিধি •

লকডাউনে বিধিনিষেধ অমান্য করে ফুটবল খেলার কারণে চাঁদপুরে খেলোয়াড়সহ ৪৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের বড় স্টেশন রেলওয়ে আক্কাছ আলী একাডেমি মাঠ থেকে তাদের আটক করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রসিদ, (তদন্ত) সুজন কান্তি বড়ুয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে শহরের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক মাস্ক পরা, অযথা ঘোরাফেরা বন্ধ করা, দোকানপাট খোলা না রাখা, জনসমাগম নিষিদ্ধসহ জনসাধারণকে সচেতন করতে জেলা পুলিশের কয়েকটি দল বিশেষ অভিযানে নামেন।

এ সময় বিধিনিষেধ অমান্য করে বড় স্টেশন রেলওয়ে আক্কাছ আলী একাডেমি মাঠে একদল খেলোয়াড় ফুটবল খেলার আয়োজন করে। সেখানে এই খেলা দেখতে আরো বেশ কিছু লোক জড়ো হয়। এ সময় সেখানে গিয়ে তাদের আটক করা হয়। রাতেই আতককৃতদের পরিবারের লোকজনের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও খবর