নিজস্ব প্রতিবেদক :
উখিয়ায় খালের স্রোতে নিখোঁজ হবার ৬১ ঘন্টা পর মোঃ রুবেল (২৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে খয়রাতি পাড়ার আলী মাস্টারের বাড়ির পাশে দোছরী খাল থেকে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে।
রুবেল উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ খয়রাতী পাড়া বাগান পাড়ার মোঃ ইসলাম ওরফে কেরামত আলীর ছেলে।
জানা যায়, গত সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে মালিয়ারকুল এলাকায় ফুটবল খেলে সাঁতরে দোছরী খাল পার হওয়ার সময় পানির স্রোতে রুবেল হারিয়ে যায়। বহু খোঁজাখোঁজির পর আজ (শুক্রবার) সকাল সাড়ে ৬ টার দিকে তার মৃতদের উদ্ধার করা হয়।
নিহত রুবেলের রায়হান নামে ৫ বছরের একটি শিশু সন্তান রয়েছে। তার স্ত্রী ও সন্তান এখন অসহায় তাদের পাশে দাঁড়ানোর জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান স্থানীয়রা।
রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী দুছরী খালে নিখোঁজ হওয়া রুবেলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-