উখিয়া প্রতিনিধি •
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যূষিত বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার র্যাব-১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এর পার্শ্বে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল ২৯ জুলাই সন্ধ্যা সোয়া ৭টায় উক্ত স্থানে পৌঁছালে এক মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় ধরে ফেলে।
সে উখিয়া বালুখালী ক্যাম্প- ৮ ই ব্লক- বি ১০ এর মৃত নজির আহম্মদ ও আম্বিয়া খাতুনের পুত্র রশিদ উল্লাহ (৪০)।
ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
র্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-