উখিয়ায় নিহতদের পরিবারের জন্য নগদ অর্থ ও খাদ্য সহায়তা নিয়ে হাজির ইউএনও

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ায় গত সোমবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। এ কারণে জনসাধারণের মাঝে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী নিয়ে ছুটে আসেন উখিয়া উপজেলার আলোচিত মানবিক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ। তিনি বন্যায় কবলিত এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক ত্রাণ বিতরণ করেন এবং ভারী বর্ষণে পানির ঢলে নিহত রাজাপালং ইউনিয়নের ধইল্যাঘোণা এলাকার হাবিবুর রহমানের পুত্র আলী আকবর (৪০) এবং পালংখালী ইউনিয়নের ছুরাখোলা এলাকার মৃত আলি আহমেদের ছেলে আবদুর রহমানের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা,চাল, ডাল, তেল, লবণ, বিস্কুট, মুড়ি, চিড়া ইত্যাদি খাদ্য সামগ্রী পৌঁছে দেন এবং নিহতদের পরিবারকে সহমর্মিতা জানান।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও খবর