হ্নীলায় পাহাড় ধসে নিহত ৫ জনের পরিবারের পাশে জেলা প্রশাসন, নগদ অর্থ সহায়তা

এম. এ আজিজ রাসেল •


টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ভিলেজার পাড়ায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ।

বুধবার (২৮ জুলাই) সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সার্বিক খোঁজ খবর নেন। এসময় পাহাড় ধসে নিহত ৫ জনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, জেলায় ভারী বর্ষণে ক্ষয়ক্ষতি ও হতাহতের সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের খাবার, চিকিৎসাসহ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় সাবেক সংসদ-সদস্য আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও খবর