অনলাইনে বিয়ে, স্বামীকে বিদেশে রেখেই ফাঁসিতে ঝুললেন স্ত্রী

পাবনা প্রতিনিধি •

মালয়েশিয়ায় থাকা খালাতো ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে অনলাইনে বিয়ে হয়েছিল ২০ বছর বয়সী আরিফা খাতুনের। দুই বছর আগে বিয়ে হলেও স্বামী আর দেশে ফেরেননি। তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন স্ত্রী।

রোববার রাতে বাবার বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আরিফা। ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাপানিয়া গ্রামে।

আরিফা হাপানিয়া গ্রামের আক্কাছ আলীর মেয়ে। দেলোয়ারের বাড়িও একই ইউনিয়নের ধোপাদহ গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি মালয়েশিয়ায় রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অনলাইনে বিয়ে হলেও দেলোয়ার দেশে ফেরেননি। দুই বছর পার হলেও স্বামী দেশে না ফেরায় রোববার রাতে নিজ কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আরিফা।

সোমবার সকালে ডাকাডাকি করলেও কোনো সাড়া না মেলায় আরিফার কক্ষের দরজা ভাঙেন পরিবারের লোকজন। দরজা ভাঙতেই তাকে ঝুলতে দেখেন তারা। এরপর পুলিশে খবর দেন।

ওসি আরো বলেন, সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

আরও খবর