লকডাউনকে পুঁজি করে মহেশখালীতে প্যারাবন কেটে অবৈধ চিংড়ীঘের পূণরায় দখল প্রভাবশালী সিন্ডিকেটের!

 

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •

করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনকে পুঁজি করে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা পশ্চিমে বড়দিয়ায় প্যারাবন খেটে অবৈধ চিংড়িঘের পুনরায় দখল নিল প্রভাবশালী সিন্ডিকেট।

পূর্ণিমা তিথির উচ্চ সামুদ্রিক জোয়ারের সময় মহেশখালীর সাগর তীরের বড়দিয়া প্যারাবন কেটে বাঁধ দিয়ে অবৈধ চিংড়ি ঘেরে কাজ চলছে পুরোদমে।

গত ১০ জুলাই কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশে বনকর্মীরা দ্বীপের প্রভাবশালী সিন্ডিকেটের অবৈধ চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিয়ে উচ্ছেদ করে দিয়েছিল।

দ্বীপের প্রভাবশালী সিন্ডিকেট কতৃক চিংড়ি ঘের পুনরায় দখল নেওয়ায়,প্যারাবন কেটে দ্বীপ ধ্বংশ কারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কতৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেন দ্বীপের সচেতন মহল।

আরও খবর