ইমাম খাইর •
কঠোর লকডাউনের চতুর্থ দিনে কক্সবাজার জেলায় ২০১ জনকে মোট ১ লক্ষ ৩৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে জেলায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এসব জরিমানা আদায় করা হয়।
এদিন পৃথক ২২টি অভিযানে ২০১জনকে দন্ড দেয়া হয়েছে।
এসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণাও হয়েছে।
সোমবার রাত পৌনে ৯ টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি মাহমুদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, লকডাউনের প্রথম দিন ২৯টি অভিযানে ১৩৬ জনকে মোট ৬৪ হাজার ৪৫০ টাকা, দ্বিতীয় দিন ২২ টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৭ জনকে ৫৭ হাজার ৬০০ টাকা এবং তৃতীয় দিনে ২১৩টি মামলায় ২৩৩ জনকে মোট ১,৪৮,৫৪০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, ঈদের পর থেকে কঠোর লকডাউনের কথা বলা হলেও তা মানতে সাধারণ মানুষের মাঝে অনীহা দেখা গেছে। গ্রামগঞ্জের চিত্র ঠিক আগের মতো। দূরপাল্লার গাড়ি বন্ধ থাকলেও ছোটখাটো গাড়ি চলাচল চোখে পড়ার মতো। সোমবার সারাদিন বৃষ্টি হওয়ায় জন ও যান চলাচল বিগত দিনগুলোর মতো দেখা যায় নি।
তবে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ কড়াকড়ি অব্যাহত রয়েছে। যারা লকডাউনে মানছেনা তাদের মোবাইল কোর্টের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি সতর্কও করছে নিয়োজিত কর্তারা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-