রোহিঙ্গা শিবিরে বিপুল পরিমানে গাঁজাসহ দম্পতি আটক

হুমায়ূন রশিদ •

উখিয়ার কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পে ১৪ এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে বসত-ঘরের মাটি খুঁড়ে ২৩ কেজি গাঁজাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে।

সূত্র জানায়, ২৬জুলাই রাতের প্রথম প্রহরের দিকে উখিয়া কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএনের সহকারী ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোঃ এ,কে,এম এমরানুল হক মারুফ এবং অপারেশন অফিসার মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুর রহমান, এসআই (নিঃ) মোঃ রিপন মিয়া, এএসআই (নিঃ) মোঃ বেলাল উদ্দিন, এএসআই (সঃ) সুন্দর মণি চাকমা এবং নারী কনস্টেবল মোসাম্মদ আয়েশা বেগমের সমন্বয়ে মোবাইল টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ,শেড নং-২১, রোম নং-৬ এর বাসিন্দা মাকিলা ওরফে ফাতেমা বেগমের বসত-ঘরের দরজার পাশে মাটি খুঁড়িয়া মাটির নিচে থাকা ৩টি প্লাস্টিকের বস্তায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৩টি প্যাকেটে আনুমানিক ২৩কেজি গাঁজাসহ বাড়ির মহিলা আব্দুর রহিম ওরফে কালু মিয়া (২৬) এর স্ত্রী মাকিলা ওরফে ফাতেমা বেগম (২৬) এবং ব্লক-বি,শেড-৪৫,রোম-২এর বাসিন্দা মৃত মকতোবিজের পুত্র ও আটক মহিলার স্বামী আব্দুর রহিম (২৬) কে আটক করা হয়।

এই ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন ব্যাটালিয়ন অধিনায়ক এসপি মোঃ নাঈম উল হক জানান,জব্দকৃত গাঁজাসহ গ্রেফতারকৃত রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

আরও খবর