মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের আগেই ধরা রামুর জহির

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজার সদরের খরুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

রবিবার র‌্যাব-১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারী মোটরসাইকেল যোগে নাইক্ষ্যংছড়ি হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে কক্সবাজারের দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল রবিবার বেলা সাড়ে ৩টায় খরুলিয়া বাজারের পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।

তল্লাশীর এক পর্যায়ে একটি মোটরসাইকেলে দুইজন আরোহীসহ চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেলটি থামার সংকেত দিলে আরোহীগণ কৌশলে পালানোর চেষ্টাকালে আাসামী মোঃ জহিরকে (২৬) ধেরে ফেলে। এসময় একজন আসামী কৌশলে পালিয়ে যায়।

গ্রেফ্তারকৃত আসামী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধেছুয়াপালংয়ের মোঃ আয়াছ সিকদার।

এদিকে, জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহায়তায় সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর