উখিয়ায় দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আব্দুল জব্বার •

উখিয়ার কোটবাজার-সোনারপাড়া সড়কের সোনারপাড়া বাজার এলাকায় মসজিদের পার্শ্ববর্তী রাস্তা সংস্কারের দাবিতে ওই এলাকার ভোগান্তিতে পড়া শতশত মানুষ মানববন্ধন করেছে। রবিবার দুপুরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরেজমিন গিয়ে জানা যায়, এলজিইডির আওতায় কোটবাজার-সোনারপাড়া সড়কটির অতিরিক্ত ভাঙন দেখা দিলে সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রশাসন।

কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার ৬ কিলোমিটার রাস্তার কার্পেটিং তুলে কংক্রিট বসানোর কাজ শুরু করে অর্ধেক ফেলে রাখে প্রায় ৫-৬ মাস।

এদিকে, দীর্ঘদিন ধরে অভিভাবকহীন ভাবে পড়ে থাকায় বেড়েছে চরম দুর্ভোগ। রাস্তার প্রতিটি স্থানে সৃষ্টি হয়েছে মরণ ফাঁদ বিশাল গর্ত। যাতে প্রতি দিন বিভিন্ন যানবাহন শিকার হচ্ছে ভয়ংকর দুর্ঘটনার।

তাই সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে ২৫ জুলাই বিকেলে স্থানীয় সচেতন মহলের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনার পাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল হক আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ শাহ আলম, আল মামুন, সোনারপাড়া বাজারের সমবায় সমিতির সাধারণ সম্পাদক, মোঃ শাহজাহানসহ স্থানীয় গ্রাম পুলিশ, স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত সকলে এই সমস্যা থেকে নিস্তারের জন্য স্থানীয় সরকার প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।

আরও খবর