বান্দরবান প্রতিনিধি •
বান্দরবানে আলোচিত সিক্স মার্ডার মামলার প্রধান আসামি আপাই মারমাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার জামছড়ি মুখপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আপাই মার্মা বান্দরবানের রাজবিলা ইউনিয়নের জামছড়ি ইউনিয়নের বাসিন্দা সাদেচিং মার্মার ছেলে।
জানা গেছে, শনিবার সকালে জামছড়ি মুখ পাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন আলোচিত সিক্স মার্ডার হত্যা মামলার প্রধান আসামি আপাই মার্মা।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে আপাই মার্মাকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, বান্দরবানের নৃশংস ৬ জন হত্যা মামলার ১ নম্বর আসামি আপাই মার্মাকে বাঘমারা সেনাক্যাম্প কর্তৃক আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আসামি আপাই মার্মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে। এ হত্যা মামলার ৪ জন আসামিকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।
গত ৮ জুলাই ২০২০ তারিখে জেএসএস (সংস্কার) এর জেলার সেক্রেটারি উবামং মারমা বাদী হয়ে ১০ জনের নামে এবং ১০ জনকে অজ্ঞাত আসামি করে বান্দরবান সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-