নিজস্ব প্রতিবেদক •
পাসপোর্ট বিহীন সৌদি আরব ফেরত এক রোহিঙ্গাকে বিমানবন্দরে আটক করে ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, ২৪ জুলাই ঢাকা বিমানবন্দর থানার এস আই মাহবুব ক্যাম্প নং৩ এর নজির আহম্মদের পুত্র রোহিঙ্গা মনিরুল ইসলাম প্রকাশ ইব্রাহিম (৩০) কে ক্যাম্পে নিয়ে আসলে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) রোহিঙ্গাকে ট্রানজিট ক্যাম্পে প্রেরন করেন।
এপিবিএন জানা যায়, ২০ জুলাই সৌদি আরব হতে ঢাকা এয়ারপোর্টে আসলে ইমেগ্রেশান পুলিশ আটক করে বিমানবন্দর থানায় সোর্পদ করে রোহিঙ্গা মনিরুল ইসলামকে। বিমানবন্দর থানা পুলিশ মনিরুলকে বিমান বন্দর থানার সাধারণ ডায়েরি নং ৮৩১ মতে আদালতে প্রেরণ করা হয়। আদালত আসামিকে জেলহাজতে প্রেরন করেন এবং আসামী রোহিঙ্গা হওয়ায় তাকে রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করার আদেশ করলে বিমানবন্দর থানা পুলিশ আসামিকে কেরানীগঞ্জ জেলখানা থেকে মধুর ছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।
আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায়, সে পাসপোর্ট বিহীন বিগত ৪ বছর পূর্বে সৌদি আরব যায়। সেখানে অবৈধভাবে বসবাস করা কালে গত ৪ মাস আগে সৌদি আরব পুলিশ আটক করে জেলখানায় রাখে। জেলখানা থেকে গত ১৯ জুন তারিখ বাংলাদেশ পাঠিয়ে দেয়। উক্ত রোহিঙ্গার মা বাবা ২০১৭ সালে মায়ানমার হতে বাংলাদেশে এসে ক্যাম্প নং- ৩ এ বসবাস করছে।
বিষয়টি ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কে অবগত করলে তিনি ট্রানজিট ক্যাম্পে প্রেরন করার জন্য নির্দেশ করলে ট্রানজিট ক্যাম্পে প্রেরন করা হয় বলে জানিয়েছে ১৪ এপিবিএনের পুলিশ সুপার মোঃ নাঈমুল হক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-