বার্তা পরিবেশক •
অভিনব কায়দায় মোটর সাইকেলে লুকানো অবস্থায় পাচারকালে মরিচ্যা যৌথ চেক পোষ্টে ৪ হাজার ইয়াবা ও মোটর সাইকেলসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু ৩০ বিজিবির অধিনায়ক লে:কর্ণেল মো:ইব্রাহীম ফারুকের নির্দেশনায়, নায়েক সুবেদার মাহমুদুল হাসানের নেতৃত্বে আজ শুক্রবার বিকাল ৪.৩০মিনিটের দিকে মোটর সাইকেলে লুকানো অবস্থা থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় পাচারকারী উখিয়ার থাইংখালী এলাকার আবুল কাসেমের ছেলে মো: আলাউদ্দিন (২০) কে আটক করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-