ইমরান আল মাহমুদ •
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ বউ বাজার এলাকায় অগ্নিকাণ্ড ভস্মীভূত ঘটনাস্থল পরিদর্শন করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ।
শুক্রবার রাত ১০টায় ক্ষতিগ্রস্থ স্বপন দত্তের পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উখিয়া থানা পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ বলেন,সন্ধ্যায় রুমখাঁ বউ বাজারে অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য,সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনে পুড়ে স্বপন দত্তের বাড়ি ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-