গিয়াস উদ্দিন ভুলু •
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
২২ জুলাই (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়ন শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল আমিনের বাড়িতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছে, বাড়ির মালিক আব্দুল আমিনের ছোট বোন রমিদা বেগম (২৮) ও ঈদ উপলক্ষে বেড়াতে আসা তার ভাগিনা টেকনাফ সদর ইউনিয়ন হাবিরছড়া এলাকার আব্দুল করিম’র পুত্র কলিম উল্লাহ (২৪)।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির কর্মরত ইনচার্জ এসআই যায়েদ হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলম জানান, রাত ৮ টার দিকে বিদ্যুতের মেইন তার ছিড়ে আব্দুল আমিনের বাড়ির টিনে পড়লে বিকট শব্দে তাৎক্ষণিক পুরো বাড়িতে বিদ্যুতের স্পর্শ লেগে যায়। ঐ সময় বাড়িতে অবস্থান করা সাত সদস্য ছিল তার মধ্যে তিনজন দ্রুত বেরিয়ে পড়ে। বিদ্যুৎপৃষ্ট হওয়া চারজনের মধ্যে ঘটনাস্থলে দুই জন মারা যায়।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির টেকনাফ জোনাল অফিসের ডিজিএম আবুল বাশার জানায়, বাতাসে বিদ্যুতের তার ছিড়ে দুর্ঘটনার খবরটি শুনার সাথে সাথে আমরা শাহপরীর দ্বীপের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য লোক পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-