উখিয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু!

সংবাদ বিজ্ঞপ্তি •

উখিয়ার রুমখাঁ গোরাচাঁদ মাতব্বর পাড়ার প্রবীণ মুরব্বি বাবু নিরুদ মাষ্টার বড়ুয়া বার্ধক্য জনিত কারণে গতকাল সন্ধ্যা ৭.৩০ মৃত্যুবরণ করেন। পিতার শোকে পুত্র খোকন বড়ুয়াও আজ দুপুর ১.৩০ মিনিটের সময় মৃত্যু বরণ করেছেন।

এলাকাবাসীরা জানান, মাষ্টার নিরুদ একজন গুনি শিক্ষক হিসাবে সুখ্যাতি রয়েছে। তিনি অত্যান্ত অমায়িক, সজ্জন ও শান্তিপ্রিয় মানুষ ছিলেন।

অন্যদিকে খোকন বড়ুয়া আইনপেশায় জড়িত ছিলেন। তিনিও পিতার মতোই ভদ্র ও বিনয়ী ছিলেন।

এদিকে, রাতে ও দিনে কয়েক ঘন্টার ব্যবধানে পিতা-পুত্রের প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কক্সবাজার জার্নাল ডটকম’র শোক প্রকাশ

এদিকে, প্রবীণ মুরব্বি বাবু নিরুদ মাষ্টার বড়ুয়া ও পুত্র খোকন বড়ুয়ার মৃত্যুতে ‘কক্সবাজার জার্নাল’ পরিবার গভীরভাবে শোকাহত।

এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কক্সবাজার জার্নাল ডটকম’র উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক ও প্রকাশক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু, মফস্বল সম্পাদক এম.এস রানাসহ পুরো পরিবার।

 

আরও খবর