গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে আবারও ৭০ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে। ইয়াবার চালানটির সাথে জড়িত কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ।
অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত অপরাধীরা ইয়াবা গুলো পেলে কৌশলে পালিয়ে যায়। তবে উদ্ধারকৃত ইয়াবা গুলোর সাথে সক্রিয় ভাবে জড়িত দুই মাদক ব্যবসায়ীকে সনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশের অভিযানিক দল।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানায় দায়িত্বরত (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে মিয়ানপার থেকে পাচার হয়ে আসা বড় একটি ইয়াবার চালান টেকনাফ সাবরাং ইউপি মেরিন ড্রাইভ জিরো পয়েন্ট সাগর উপকুল দিয়ে প্রবেশ করবে।
সেই তথ্য অনুযায়ী ১৮ জুলাই(রবিবার) বিকাল ৫টার দিকে থানার অন্তর্গত শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই যায়েদ হাসান’র নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারকারীদের পেলে যাওয়া বস্তাভর্তী ৭০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, উদ্ধার হওয়া ইয়াবার চালানটির সাথে জড়িত পালিয়ে যাওয়া দুই মাদক কারবারিকে চিহ্নিত করেছে অভিযানিক দল।
চিহ্নিত করা দুই মাদক ব্যবসায়ীকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
তাদেরকে আইনের আওয়তাই নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-