নাইক্ষ্যংছড়িতে ৫৮০০ পিস ইয়াবাসহ মহিলা গ্রেফ্তার

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি •

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির ধারাবাহিক অভিযানে ফের ৫ হাজার ৮ শ পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার (১৭ জুলাই) রাতে বিজিবি’র একটি টহল দল উপজেলার দুর্গম সাপমারাঝিরি নামক স্থান হতে মোছাঃ আরজু বেগম (৩০) কে আটক করেন।

সে ঐ এলাকার মৌলভী আমিরুজ্জামানের স্ত্রী।

আটকের পর তল্লাশি করে আরজু বেগমের কাছ থেকে ৫৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন বিজিবি জোয়ানরা।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১৭ লক্ষ ৪০ হাজার টাকা।

রবিবার ১৮ জুলাই আটক মহিলাকে ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করেন।

বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল আব্দুল আজিজ আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তাদের এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

আরও খবর