ট্রাকে খাদ্যপণ্য পরিবহনের আড়ালে শ্যালক-দুলাভাইয়ের ইয়াবার কারবার

বিশেষ প্রতিবেদক •

সুলতান মাহমুদ আর বাচ্চু মিয়া। সম্পর্কে শালা-দুলাভাই। একজন ট্রাকের চালক, অন্যজন সহকারী। উত্তরের জেলাগুলো থেকে খাদ্যপণ্য কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দেয়ার কাজ করছেন কয়েকমাস ধরে। ফিরতি পথে লবণসহ পরিবহন করেন বিভিন্ন পণ্য। কিন্তু এর আড়ালেই চলে তাদের ইয়াবার কারবার।

ট্রাকের ভেতর বিশেষ কায়দায় পরিবহন করা হতো ইয়াবা। যথাযথ গ্রাহকের হাতে পৌঁছালে মেলে মোটা অংকের টাকা। কিন্তু এবার আর রক্ষা হয়নি, একটি বড় চালানসহ ধরা পড়েছে ডিবির গুলশান বিভাগের হাতে।

প্রতিটি বক্সের কোনটিতে নাম, কোনটিতে আবার সাংকেতিক চিহ্ন। সঠিক গ্রাহকের হাতে পৌঁছাতেই এই ব্যবস্থা। রাজধানী এবং উত্তর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গে পৌঁছে দেয়া হতো এসব ইয়াবা।

ডিএমপি ডিসি (গুলশান) মশিউর রহমান বলেন, আমরা যদি যেসব লোকের ইয়াবা সেবন করে তাদের প্রতিহত করতে পারি তবেই ব্যবসায়ীদেরকে বন্ধ করতে পারবো। ফলে যতই সাংকেতিক চিহ্ন বা সংখ্যা ব্যবহার করা হোক না কেন কোন লাভ হবে না।

উৎসব উদযাপনকে কেন্দ্র করে এই মরননেশার কারবার বাড়ে বলে জানান কর্মকর্তারা।

আরও খবর