আজিজুল হক রানা •
উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়ার চিংড়ি ঘের এলাকায় বিজিবি’র সাথে বদুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।
নিহত লুৎফুর রহমান লুতু (৪০) নলবনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৫ টার সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, নলবনিয়ার চিংড়ী প্রজেক্ট এলাকায় বিজিবি’র গুলিতে একজন ডাকাত মারা গেছে বলে শুনেছি। সে ইয়াবা ব্যবসা করতো এবং ডাকাতি কাজে লিপ্ত ছিল বলে লোকমুখে প্রচার ছিল।
এলাকাবাসী জানান, নিহত লুৎফর রহমান লুতু দীর্ঘদিন ধরে ডাকাতি কাজে জড়িত ছিল। পাশাপাশি ইয়াবা কারবারেও সম্পৃক্ত ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ ডাকাত নিহত হওয়ার কথা জানালেও বিস্তারিত পরে জানা যাবে বলে ফোনে নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-