গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •
মহেশখালী থানা পুলিশের একটি চৌকস টিম ১০ জুলাই
দুপুরে হোয়ানক ইউনিয়নে অভিযান চালিয়ে পদ্মপুকুর পাড়া এলাকার মৃত আবুল কালামের পুত্র জিআর নং-২৬৯/০৭ এর পরোয়ানা ভুক্ত আসামী আহাম্মদ উল্লাহ, কেরুনতলী এলাকার মেহের আলীর পুত্র গোলাম কুদ্দুস জিআর নং-২৫৮/১৭ এর পরোয়ানাভুক্ত আসামী, গোলাম কুদ্দুস,জিআর নং-২৫৮/১৭ এর পরোয়ানাভুক্ত আসামী, সলিম উল্লাহ, জিআর নং-২৫৮/১৭ এর পরোয়ানাভুক্ত আসামী, আমান উল্লাহ, কালাগাজী পাড়ার জোনাব আলীর পুত্র জিআর নং-৩২/১৬ এর পরোয়ানাভুক্ত আসামী আবু তাহের প্রঃ আবু প্রঃ আবু আহমদ প্রঃ আবু ইয়া, পদ্মাপুকুর পাড়া এলাকার মৃত আবুল কালামের পুত্র জিআর নং-১৪৫/১২ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ পারভেজ’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই গ্রেপ্তারে সত্যতানিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। পরোয়ানাভুক্ত আসামীদের বিরুদ্ধে পুলিশের গ্রেপ্তার অভিযান চলমান থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-