লকডাউনের নবম দিনে কক্সবাজারে ১৮৪ জনকে জরিমানা

ইমাম খাইর •


কঠোর লকডাউনের নবম দিনে কক্সবাজার জেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৮৪ জনের নিকট থেকে ১,৪৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পৃথক ৩২ টি অভিযানে মামলা হয়েছে ১৭১ টি।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি মাহমুদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

কঠোর লকডাউনে জরুরি সেবা দেয়া দপ্তর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, শপিংমল-দোকানপাট বন্ধ রয়েছে।

তবে, বিগত দিনগুলোর চেয়ে বৃহস্পতিবার ও শুক্রবার ছোটখাটো যানবাহন চলাচল চোখে পড়েছে। শহরে লকডাউনে কড়াকড়ি হলেও গ্রামের চিত্র ভিন্ন।

লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে সেনা বাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ব্যাটালিয়নসহ সরকারী অন্যান্য দপ্তরগুলো।

উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়। চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।

আরও খবর