গাড়ী আটক করে চালকদের দিলেন মানবিক সহায়তা, প্রশংসায় ভাসছেন উখিয়ার ইউএনও

নিজস্ব প্রতিবেদক •

মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

তিনি আজ সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি ও উখিয়া থানা পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন৷ এসময় বিধিনিষেধ না মেনে রাস্তায় বের হওয়ায় প্রায় ৪০টি টমটম, অটোরিক্সাও আটক করা হয়।

কিন্তু আটক গাড়ীগুলোকে জরিমানা না করে তাদের মানবিক সহায়তা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদের কোন ধরনের জেল জরিমানা না করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিজনকে ১০কেজি চাল, ২কেজি ডাল, ১কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা তোলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন ব্যতিক্রম মানবিক সহায়তা পেয়ে খুশীতে আবেগাপ্লুত হয়ে পড়েন গাড়ী চালক ও শ্রমিকরা।

এসময় চালক ও শ্রমিকরা লকডাউনে গাড়ি বের না করার অঙ্গীকারও করেন।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

আরও খবর