উখিয়ায় ইরানী পাহাড়ে মজুদকৃত ২১২ বস্তা চাউল ও ৫০২ লিটার সয়াবিন তৈল উদ্ধার

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

উখিয়ার ইরানী পাহাড়ে পাচারের জন্য মজুদকৃত ২১২ বস্তা চাউল ও ৫০২ লিটার সয়াবিন তৈল জব্দ করেছে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা।

৬ জুলাই (মঙ্গলবার) রাতের প্রথম প্রহরের দিকে ক্যাম্প-৮ ডব্লিউ এর এ-ব্লক এলাকায় রোহিঙ্গাদের রেশন মজুদ ও পাচারের সংবাদ পেয়ে ১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ টিম নতুন রাস্তার মাথার ১টি পরিত্যক্ত দোকান ঘর থেকে মালিকবিহীন ২১২ টি ছোট-বড় সাদা প্লাষ্টিকের বস্তায় ভর্তি ৩ লক্ষ ৫ হাজার ২ শ ৮০টাকা মূল্যমানের ৮ হাজার ৪শ ৮০ কেজি আতপ চাউল এবং ৬৭ হাজার ৭শ ৭০টাকা মূল্যমানের ৫০২ বোতল সয়াবিন তৈল জব্দ করা হয়।

উদ্ধারকৃত মালামাল উক্ত ক্যাম্পের সিআইসি ইশতিয়াক আহম্মেদ এর নির্দেশনায় ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের আরসিও অফিসের গুদামে নিরাপদ হেফাজতে রাখা হয়।

কক্সবাজার ১৪এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ নাঈমূল হক জানান, মালিকবিহীন উদ্ধারকৃত চাউল ও তৈল ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সাধারন ডায়েরী নং- ১১৭/২১, তারিখ-০৫/০৬/২০২১ খ্রিঃ মূলে মালিকবিহীন অবস্থায় সংশ্লিষ্ট সিআইসির নিকট হস্তান্তরের মাধ্যমে গুদামজাত করা হয়।

আরও খবর