নিজস্ব প্রতিবেদক •
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রায় ১ সহস্রাধিক পিস (ভাঙ্গা সহ, গণনার অযোগ্য) এক উপজাতি নারী আটক করেছে পুলিশ।
৫ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে টিভি রিলে উপকেন্দ্রের বিপরীতে ঘুমধুম ইউপির ঘোনার পাড়াস্থ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নারী থানচি কোয়াইক্ষ্যং মৌজার রোয়াল রেম বম’র কন্যা জেনী বম ওরফে জান্নাতুল মীম (২৪)।
সে কক্সবাজারের সদর উপজেলার ঈদগাওয়ের টেকপাড়ায় বসবাস করছে। তার স্বামীর নাম শাহাব উদ্দিন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টিভি রিলে উপকেন্দ্রের বিপরীতে ঘুমধুম ইউপির ঘোনার পাড়াস্থ রাস্তার উপর থেকে এক উপজাতি নারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তার হেফাজত থেকে ৮৭৫ এবং গণনার অযোগ্য সহ প্রায় ১ সহস্রাধিক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মুল্য আনুমানিক ৩ লাখ ৬৪ হাজার ৫শ টাকা।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-