গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •
করোনা সংক্রমণ ও বিস্তার রোধে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান লকডাউনের ৫ম দিনে মহেশখালী উপকূলীয় এলাকায় নৌবাহিনীর টহল জোরদার ছিল।
জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা, ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বিদেশফেরত নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার প্রচারণায় সারাদিন ব্যস্ত থাকতে দেখা যায়।
মহেশখালী উপজেলায় দায়িত্ব প্রাপ্ত নৌবাহিনী সদস্যরা মহেশখালী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দিনব্যাপি মাইকিং করে জনগণকে ঘরে থাকাসহ করোনা প্রতিরোধে নানা পরামর্শ প্রদান করে।
একই সঙ্গে জনসমাগম বন্ধসহ সামাজিক দুরত্ব বাজায় রাখতে বিভিন্ন প্রচারণা চালায়।
উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-