গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানায় কর্মরত পুলিশ সদস্যরা সাঁড়াশী অভিযান পরিচালানা করে মাদক,অস্ত্র ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত দীর্ঘদিন পলাতক থাকা ১৯ জন নারী-পুরুষকে আটক করেছে।
৫ জুলাই (সোমবার) দিবাগত গভীর রাত থেকে সকাল পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ৪ জুলাই গভীর রাত থেকে ৫ জুলাই সকাল পর্যন্ত থানায় কর্মরত পুলিশের বেশ কয়েকটি অভিযানিক দল পৃথক পৃথক ভাবে সাঁড়াশী অভিযান পরিচালনা করে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মাদক,অস্ত্র ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত দীর্ঘদিন পলাতক থাকা এই সমস্ত অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, অত্র এলাকায় মাদক পাচার প্রতিরোধ করার পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের চলমান এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-