রোহিঙ্গা শিবিরে এমফিটামিন ট্যাবলেট সহ টেকনাফের যুবক আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ হাজার ১২ পিস ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং উত্তরপাড়ার সোনা আলীর ছেলে।

সোমবার (৫ জুলাই) বিকাল ৩টার দিকে শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্প-১৬ এর আওতাধীন কাটাতারের ভিতরে নুরুল আমিনের বসতবাড়ির সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

৮ এপিবিএন কমান্ডিং অফিসার পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উখিয়া থানা হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর