গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির কর্মরত সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক হয়েছে।
আটককৃত অপরাধী হচ্ছে, সাবরাং ইউপি ৮নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মৃত নুরুল হোসাইনের পুত্র নুরুল আফসার(৩৭)।
এ অভিযান গুলোর সত্যতা নিশ্চিত করে ৫ জুলাই (সোমবার) দুপুরের দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই যায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার জৈনক হাসিনার বসত বাড়ীর উঠান থেকে ২ হাজার ৪শত পিস ইয়াবাসহ মাদক কারবারী নুরুল আফসারকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, মাদক পাচারে জড়িত আটক অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যামে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-