মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
নোয়াখালীর হাতিয়া উপজেলা ভাসানচর থানা হাজতের গ্রিল ভেঙে মো. শাহেদ উদ্দিন (৩০) নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছে।
ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনা স্বীকার করে তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।
গত মাসে ভাসানচরে নৌ-বাহিনীর ওয়্যার হাউসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গত ১ জুলাই রাতে ভাসানচর থেকে গ্রেফতার করা হয় আসামি রোহিঙ্গা যুবক মো. শাহেদ উদ্দিন’কে। পরদিন তাকে নৌপথে কারাগারে পাঠানোর জন্য বোট-ট্রলার কোন বাহন না পাওয়ায় ভাসানচর থানার হাজতখানায় তাকে রাখা হয়।
ওসি রফিকুল ইসলাম আরও জানান, গত ২ জুলাই দিবাগত রাত ২টা থেকে ৩ জুলাই ভোরের কোনো একসময় শাহেদ হাজতখানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।
সে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৫৬ নম্বর ক্লাস্টারের ৬ নম্বর কক্ষে বসবাস করতো। পালানোর পর থেকে তাকে গ্রেফতারের জন্য ভাসানচর ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানান-ওসি রফিকুল ইসলাম জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-