চুরি করতে গিয়ে ঘুমিয়ে গেল চোর, ডেকে তুললেন জনতা

চট্টগ্রাম •

চুরি করতে গুদামে ঢোকে এক চোর। মালামাল ব্যাগে ঢুকিয়ে কি মনে করে ইয়াবা সেবন করে সে। কিন্তু বিধি বাম! ইয়াবা সেবনের পর সেখানেই ঘুমিয়ে পড়ে চোর। সকালেও ঘুম না ভাঙায় তাকে ধরা পড়তে হয় জনতার হাতে। পরে এক রাত হাজতে থাকার পর তাকে যেতে হয় আদালতে।

এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায়। ওই চোরের নাম মো. ফোরকান (১৯)। সে একই উপজেলার পারুয়া ইউনিয়নের আবদুল সালামের ছেলে।

শুক্রবার (২ জুলাই) সকালে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী।

তিনি জানান, ফোরকান বৃহস্পতিবার (১ জুলাই) গভীর রাতে গুদামে ঢুকে চুরি শেষে সেখানে ঘুমিয়ে পড়ে। তার ঘুম না ভাঙায় সকালে গুদামের মালিক মো. আলম গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। শুক্রবার (২ জুলাই) সকালে ওই চোরকে কারাগারে পাঠানো হয়েছে।

জিজ্ঞাসাবাদে ফোরকান জানিয়েছে, চুরি করতে ঢুকে ইয়াবা সেবনের পর সে ঘুমিয়ে পড়েছিল।

আরও খবর