কক্সবাজারে আজ ১৪৪ জনের করোনা শনাক্ত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মঙ্গলবার ২৯ জুন কক্সবাজার জেলায় মোট ১৪৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তারমধ্যে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৯২৪ জনের নমুনা টেস্ট করে ১২৮ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৭৯৬ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

এছাড়া, কক্সবাজার জেলা সদর হাসপাতাল একইদিন ৭৭ জনের র‍্যাপিড এন্টিজেন টেস্ট (Rapid Antigen Test-RAT) পদ্ধতিতে নমুনা টেস্ট করে ১৬ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ শনাক্ত করা হয়। বাকী ৬১ জনের টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া ১২৮ জন করোনা রোগীর মধ্যে ২ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী ১২৬ জনের মধ্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রোগী ২ জন এবং বান্দরবান জেলার রোগী ১ জন রোগী। বাকী নতুন শনাক্ত হওয়া ১২৩ জন সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ৩৩ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ৪১ জন, উখিয়া উপজেলায় ২১ জন, রামু উপজেলায় ৪ জন, টেকনাফ উপজেলায় ১৮ জন, চকরিয়া উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ৩ জন এবং মহেশখালী উপজেলার ২ জন রোগী রয়েছে।

আবার র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে মঙ্গলবার কক্সবাজার জেলা সদর হাসপাতালে করোনা শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৪ জন এবং রামু উপজেলার ২ জন রোগী রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও কক্সবাজার জেলা সদর হাসপাতালে র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে কক্সবাজার সদর উপজেলায় মঙ্গলবার মোট ৫৫ জনের করোনা শনাক্ত হয়।

এনিয়ে, ২৮ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ১২ হাজার ৩৩৬ জন। এরমধ্যে, গত ২৮ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছে ১২৬ জন। তারমধ্যে, ২০ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’০৭% ভাগ।

এদিকে, গত ২৮ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১০ হাজার ৭৫৯ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৮’৯০% ভাগ।

আরও খবর