চট্টগ্রাম •
কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা ৩১ রোহিঙ্গাকে চট্টগ্রামের বোয়ালখালীতে আটক করা হয়েছে। বোয়ালখালী এসে তারা বিভিন্ন বাগানে শ্রমিক হিসেব কাজ করছিলেন বলে জানায় পুলিশ।
শনিবার রাতে উপজেলার করলডেঙ্গা পাহাড়ের জ্যৈষ্ঠপুরা ও আমুচিয়াসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শফি আলম, মুজিবুল্লাহ, মো. রফিক, মো. আইয়াজ, শামীম, এরশাদুল্লাহ, নূর ইসলাম, কলিমুল্লাহ, মো. জোবায়ের, রিয়াজুল হক, হামিদুল্লাহ, নূরুল কবির, সৈয়দুল আমিন, মো. সাকের, মো. ইসমাইল, মো. কায়সার, সামসুদ্দোহা, শফি আলম, কবির আহাম্মদ, জুবায়ের হোসেন, মকবুল নবী, শফি আলম, মো. ইদ্রিছ, সৈয়দ করিম, আবুল কালাম, রিয়াজুল্লাহ, আব্দুর রহমান, মো. আনোয়ার, নূর কবির, আব্দুল্লাহ ও নূর হামিদ।
বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৩১ রোহিঙ্গাকে আটক করা হয়। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে এসে করলডেঙ্গা পাহাড়ের বিভিন্ন বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তারা। আটকদের মধ্যে সবাই যুবক ও পুরুষ। মামলার পর রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-