নিজস্ব প্রতিবেদক •
উখিয়া ৩নং মধুছড়া রোহিঙ্গা ক্যাম্পে ১৪এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ২৭জুন (রবিবার) দুপুর সাড়ে ১২টারদিকে ৩নং মধুছড়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশ ক্যাম্পের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে ব্লক-ই/৯ এর লোহার ব্রীজের পাশে দুদু মিয়ার পুত্র আব্দুর শুকুরের শেডে অভিযান চালিয়ে ৩হাজার ৯শ ৩পিস ইয়াবা, নগদ ১৭হাজার টাকাসহ ক্যাম্প-১ (ওয়েস্ট) এর বাসিন্দা মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ আয়ুব (১৯) কে আটক করে।
এ ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ নাঈমুল হক জানান, ইয়াবাসহ ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করে পলাতক আসামীদের নাম ও ঠিকানা যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-