টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙিখালীতে পানিতে ডুবে একই পরিবারের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ জুন দুপুর আড়াইটায় রঙিখালী লামারপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বোন স্থানীয় নুর কবিরের মেয়ে কমলা (৬) ও জান্নাত আরা (৪) বলে জানা গেছে। কমলা রঙিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ২ টায় দুই বোন মিলে লামারপাড়া জনৈক হোছন আহমদের মাটি বিক্রি করা বড় গর্তে ডুবে তাদের মৃত্যু হয়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু অত্যান্ত দু:খজনক।
স্থানীয় ঠান্ডা মিয়া জানান, পানিতে ডুবে মৃত্যু হওয়া দুই শিশু হোছন আহমদ নামের ব্যক্তির গর্তে পড়ে মারা গেছে। সেই গর্তের মাটি ব্রিকফিল্ডে বিক্রি করেছে। এ অভিযোগ আমরা শতবার বলেছি। কিন্তু কেউ কর্নপাত করেনি।
তিনি আরো বলেন, গর্ত করে মাটি বিক্রির কথা আমরা ৯৯৯ নাম্বারেও কল করে বলেছি তাও প্রতিকার পায়নি। অবশেষে দুই শিশু বলিরপাঠা হলো।
এদিকে, দুই বোনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-