উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে হেলপ কক্সবাজার’র কৃষি মেলা

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী কৃষকদের শিক্ষণীয় বিষয় ও সচেতনতামূলক কৃষি মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রান্তিক কৃষকদের জীবন-মানের উন্নয়ন, জৈবকৃষি আন্দোলনকে এগিয়ে নেয়া, ক্ষুদ্র কৃষকদের খাপ খাওয়ানো উপযোগী খামার ও জীববৈচিত্র্যের সমন্বয়, সরকারের সেবা গ্রহণকে জনবান্ধব করে গড়ে তোলাই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজক বেসরকারি উন্নয়ন সংস্থা হেলপ কক্সবাজার।

বৃহস্পতিবার বিকেলে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। মেলায় সভাপতিত্ব করেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল রানা, জালিয়াপালং ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি-সম্পাদক ও সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেছেন, বর্তমান সরকারের বাস্তবমুখী উদ্যোগের কারণে কৃষকদের স্বার্থ সংরক্ষিত হয়েছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে। শস্যের নিবিরতা বৃদ্ধির জন্য প্রযুক্তি ব্যবহার করে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, প্রাকৃতিক ও অন্যান্য বৈশিষ্টের জন্য এ অঞ্চল কৃষি ক্ষেত্রে পিছিয়ে আছে। এ থেকে বেরিয়ে আসতে কৃষকদের বাস্তবমুখী পদক্ষেণ গ্রহণ করতে হবে।

আয়োজক সংস্থা জানান, মেলার উদ্দেশ্য প্রান্তিক চাষীদেরকে ক্ষুদ্র জায়গা ব্যবহার করে জৈব কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্পর্কে ধারনা দেয়া।

মেলায় কৃষি উপকরণ ও শাক-সবজি নিয়ে আসা কৃষক ইউনুস জানান, রাসায়নিক কীটনাশক ব্যবহার না করেও সবজি ও ফসল উৎপাদন সম্ভব।

তিনি বলেন, ‘এবারে হেলপ কক্সবাজার কর্তৃক পাওয়া কৃষি উপকরণ ও কর্মকর্তাদের পরামর্শে একটি বাড়ির আঙ্গিনায় শাক-সবজির চাষ করেছি। এতে ফলনও ভাল পেয়েছি এবং আর্থিকভাবে লাভবান হয়েছি’।

উল্লেখ্য, এ মেলায় কৃষি পণ্য ও উপকরণসহ ১২টি স্টল অংশ নেয়। মেলায় কিছু স্টলগুলোতে প্রদর্শনী থাকলেও বেশ কয়েকটি স্টলে সবজি, কেক, আচার, জাল, নকশী কাঁথা ক্রয়ের সুযোগ ও ছিল । মেলার প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। এ মেলায় ২১জন কৃষক-কৃষাণীকে পুরস্কৃত করা হয়।

আরও খবর