অর্ধকোটি টাকার ইয়াবাসহ উখিয়ার দুই মাদক কারবারি আটক

উখিয়া প্রতিনিধি •

কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃতরা হলেন উখিয়ার মরিচ্যা গরু বাজার এলাকার মােঃ আবু সামার ছেলে মােঃ নুরুল মােস্তফা (২৬), ও পূর্ব মরিচ্যার জাফর আলমের ছেলে মােঃ হােসাইন (২১)।

বুধবার (২৩ জুন) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ চাইলাতলি বাজারের নাজির হােসেনের মুদি দোকানের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুন) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে গােপন সংবাদের ভিত্তিতে মােটরসাইকেল যােগে উখিয়া হতে কক্সবাজারের দিকে ইয়াবা নিয়ে আসার খবরে পেয়ে উপরে বর্ণিত স্থানে অভিযান চালিয়ে দুজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল।

পরে আটকদের মােটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধারসহ মােটরসাইকেলটি জব্দ করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর