অনলাইন ডেস্ক •

এর আগে, সোমবার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রামের এক কৃষকের কচুক্ষেত থেকে কাটা দুটি হাত ও একটি পা উদ্ধার করা হয়েছিল। ওই নারীর মাথা ও আরেক পায়ের সন্ধানে কাজ করছে পুলিশ।
মির্জাপুর ইউনিয়নের মেম্বার শাহনুর আলম জানান, সকালে এক নারী গরু চড়াতে গিয়ে উত্তর বৌলাছড়া গ্রামের বাগানে একটি বস্তা দেখতে পান। তখন বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি জানার পর পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে বস্তার মুখ খুলে ভেতরে মাথাবিহীন নারীদেহ দেখতে পায়।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বলেন, একদিন আগে আমরা ওই নারীর একটি পা ও দুটি হাত পেয়েছি। আজ মাথাবিহীন দেহ পেয়েছি। এখন মাথা ও আরেক পায়ের সন্ধানে কাজ করছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-