৮ মাসেও খোঁজ মেলেনি কক্সবাজারের যুবক হাবিবের!

ওমর ফারুক সোহাগ •

সৌদি প্রবাসী অপহৃত ছেলেকে মুক্তি দিতে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়েও বিগত ৮ মাস পর্যন্ত ছেলেকে ফেরত পাননি কক্সবাজার শহরের বদরমোকাম এলাকার বাসিন্দা ও কক্সবাজার হোটেল কক্স ভিউ’র মালিক আবদুল হাকিম।

তার বড় ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ হাবিব উল্লাহ গত ৩১ অক্টোবর চট্টগ্রামে গিয়ে গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এনিয়ে পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে।
জানা গেছে , কক্সবাজার শহরের বদরমোকাম এলাকার বাসিন্দা ও কক্সবাজার হোটেল কক্স ভিউ’র মালিক আবদুল হাকিমের সৌদি প্রবাসী ছেলে হাবিব উল্লাহ গত ৩১ অক্টোবর শনিবার কক্সবাজার বাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

সৌদি প্রবাসী হাবিব উল্লাহ চট্টগ্রাম পৌঁছে ওইদিন রাতে শেষবার তার স্ত্রী আফরিনা সোলতানা রিফার সাথে কথা বলে তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। সেই থেকে হাবিবের ফোনও বন্ধ রয়েছে। এখনও পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় নিখোঁজের পরিবার একটি সাধারণ ডায়েরি করেছেন।

হাবিবের স্ত্রী রিফা একটি কথা দাবি করেন যে,বিগত বছরে আমার জানা মতে যন জন মানুষ গুম হয়েছিল এবং হায়িরে গিয়েছিল। এই সমস্ত লোক প্রশাসনে উদ্ধার করে তাদের নিজ নিজ পরিবারে স্থানান্তর করে,সেই সাথে কিছুদিন আগে একজন মাওলানা ত্বহা নামে যিনি গুম হয়েছিল তাকে প্রশাসনের ৮ দিনের মধ্যে উদ্ধার করতে সক্ষম হন এবং রিফা আরো বলেন আমি যদি আমার স্বামী কে ফেরত না পাই একটি কথা সাংবাদিক ও দেশের জনগণ কে বলে যেতে চাই আমার আত্মহত্যা ছাড়া বিকল্প রাস্তা নাই।

হাবিবের স্ত্রী রিফার ভাষ্যমতে, সে যখন শেষ বার কথা বলেছিলো তখন অস্বাভাবিক ভাবে কথা বলছে।
হাবিবের পিতা আবদুল হাকিম বলেন, গত সোমবার একটি নাম্বার থেকে তার নাম্বারে কল আসে। এসময় ২ লাখ টাকা দাবী করা হয়। দুই লাখ টাকা দিলে তার ছেলেকে ছেড়ে দেওয়া হবে বলে জানান।

তিনি আরও বলেন, ফোনের কথার সুত্র ধরে তাদের কথা মত ৫টি বিকাশ নাম্বারে দেড় লক্ষ টাকা দেন। কিন্ত পরে নাম্বারগুলো বন্ধ করে দেয়া হয়। টাকা দিয়েও তার ছেলে হাবিবের সন্ধান এই পর্যন্ত মিলেনি। তার আশংকা অপহরণকারী চক্র তার ছেলেকে অপহরণ করেছে, অজ্ঞাত স্থানে আটক রেখেছে। তার নিখোঁজ ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

আরও খবর