নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরে পুলিশের অভিযানে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
২০জুন রবিবার সকাল সাড়ে ১০টায় শহরের হলিডে মোড়ের এস.এ পরিবহণে এ অভিযান চালানো হয়।
আটককৃত মাদক কারবারী সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গ্রামের আবু তালেবের পুত্র মোঃ সাহাব উদ্দিন (৩০)। কারবারে ব্যবহৃত একটি মোবাইলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কক্সবাজার সদর মডেল থানায় ওসি পুলিশ পরিদর্শক শেখ মুনীর উল গীয়াস জানান, রবিবার শহরের হলিডে মোড়ের এস.এ পরিবহণের মাধ্যমে মাদক পাচারের খবর পেয়ে অভিযানে যায় মডেল থানার পুলিশ।
এসময় মোঃ সাহাব উদ্দিন নামে এক মাদক কারবারীকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে আটক করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-