আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড: আটক ১৬

চট্টগ্রাম •

নগরীর ডবলমুরিং থানাধীন এলাকার একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুন) দুপুরে ডবলমুরিং থানাধীন হক টাওয়ার নামে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৪ জন নারী-পুরুষ ও দুইজন হোটেল ম্যানেজার রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, ‘আসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার পর অভিযান চালায় পুলিশ। এসময় ১৪ জন নারী পুরুষ এবং তামজিদুর রহমান ও লিটন কান্তি দাশ নামে দুই হোটেল ম্যানেজারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর