ইয়াবা নিয়ে ধরা পড়লো কক্সবাজার ওয়ার্ড যুবলীগ সভাপতি ও বাপা নেতা এনাম

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজার শহরতলীর লিংকরোডস্থ মেরিন সিটি এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এনামুল কবির (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

ধৃত এনামুল কবির বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক ও আওয়ামী যুবলীগের লাইট হাউস পাড়া ১২নং ওয়ার্ড শাখার সভাপতি।

মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেরিন সিটি কমপ্লেক্সের সামনে থেকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

ধৃত এনামুল কবির শহরের লাইট হাউস পাড়া এলাকার মৌলভী মোঃ আলমগীরের ছেলে।

এএসপি শেখ সাদী জানান, ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এনামুল কবিরকে আটক করা হয়। সে সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো বলে স্বীকার করেছে।

ইয়াবা ও ধৃত এনামকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও খবর