২১ হাজার ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫

চট্টগ্রাম •


চট্টগ্রামের জোরারগঞ্জ ও ফেনীর সদর থানা এলাকা থেকে ২১ হাজার ১৭০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মো. আমজাদ (২২), মো. রফিক (৪৮), মো. আমিনুল ইসলাম (২৪), মো. দানিয়াল হোসেন (২৮) ও মো. মেহেদী হাসান। শুক্রবার (১১ জুন) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকার দিকে যাচ্ছে এমন সংবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার চৈতন্যরহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি কাভার্ডভ্যানকে থামানোর সঙ্কেত দেয়া হয়। কিন্তু গাড়িটি না থামিয়ে উল্টো গতি বাড়িয়ে চলে যায়। এক পর্যায়ে র‌্যাব ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। এ সময় গড়িটিতে পাওয়া যায় ১৯ হাজার ২০০ পিস ইয়াবা। পরে ওই গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

একইদিন রাতে ফেনী সদর থানার রামপুর এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে এক হাজার ৯৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও খবর