মদ বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল এএসআই’র

চট্টগ্রাম •

চট্টগ্রামের চান্দগাঁওয়ে মাদকবাহী গাড়ির ধাক্কায় চান্দগাঁও থানার এএসআই কাজী সালাউদ্দিন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে মেহেরাজখান ঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সালাহউদ্দীন লক্ষীপুর সদর উপজেলার কাজী নাদের জামানের ছেলে। ২০১৮ সালে তিনি চান্দগাঁও থানায় যোগদান করেন।

চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মৌলভী পুকুরপাড় থেকে সিঅ্যান্ডবি ও আশপাশের এলাকায় রাতের ডিউটিতে ছিলেন এএসআই সালাউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, একটি কালো মাইক্রোবাস চোলাইমদ নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে। ভোর ৪টার দিকে মেহেরাজখান ঘাটা পেট্রোল পাম্পের সামনে গাড়িটিকে থামার সংকেত দেন।

তিনি আরো জানান, চালক গতি কমিয়ে আনলে এএসআই সালাউদ্দিন ও কনস্টেবল মাসুম সামনে যান। এরপরই চালক গতি বাড়িয়ে দুইজনকে ধাক্কা দেয়। এতে সালাউদ্দিন ও মাসুম মাথায়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত মাসুম হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি জানান, পুলিশের আরেকটি টিম মদ বহনকারী মাইক্রোবাসের পিছু নেয়। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে বোর্ড স্কুল নামক স্থানে গাড়ি রেখে চালক ও তার সঙ্গীরা পালিয়ে যায়। গাড়িটি তল্লাশি করে ৭৩০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিক, ড্রাইভার ও জড়িত বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

আরও খবর