গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৫শত পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
আটক কারবারী হচ্ছে, টেকনাফ সদর ইউপি বড় হাবিরপাড়া এলাকার জাফর আলমের পুত্র ফরিদ আলম (২৯)।
মাদক বিরোধী এ অভিযানের সত্যতা নিশ্চিত করে ৯ জুন (বুধবার) দুপুরে টেকনাফ মডেল থানায় বর্তমানে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান,
গোপন সংবাদের তথ্য অনুযায়ী,৮জুন (মঙ্গলবার) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এসআই মিল্টন,এএসআই মতিন, এএসআই হেলাল’র নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফ পৌরসভা উপরের বাজার এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফরিদকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। সে আগের দুটি মাদক মামলার পলাতক আসামী ছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-