নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
সৌদি আরবের মক্কায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রবাসী মাওলানার মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি….রাজেউন)।
১জুন মৃত্যুর পর সেদেশের নানা আনুষ্ঠানিকতা শেষে মরহুমকে মক্বরায়ে শুহাদায় দাফন করা হয়েছে।
মৃত প্রবাসীর নাম মাওলানা রশিদ উল্লাহ। তিনি বাংলাদেশের পটিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র ছিলেন।
তার গ্রামের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ঠান্ডাঝিরি গ্রামে।
সৌদি আরবের রিয়াদস্থ জামিয়াতুল ইমাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মরহুমের ছেলে মোহাম্মদ সোহেল জানান, তার পিতা মরহুম মাওলানা রশিদ উল্লাহ দীর্ঘ ১৭ বছর যাবৎ সৌদি আরব মক্কায় আল মানার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
গত মাসের শেষের দিকে হঠাৎ করে তিনি বুকে ব্যাথা অনুভব করলে শিরকায়ে আরাফাত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।
মরহুম মাওলানা রশিদ উল্লাহর ৪ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-